Published On: বৃহস্পতি, ডিসে ২২, ২০১৬

নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবেন সাখাওয়াত

Share This
Tags

newsbdn

নিউজ ডেস্ক: বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে নারায়ণগঞ্জ সদরের জামতলার আদর্শ স্কুল কেন্দ্র ভোট দেন তিনি। পরে সাখাওয়াত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিএনপি প্রার্থী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যেকোনো ফল মেনে নেবেন।
তিনি আরো বলেন, সকালে নির্বাচনের যে পরিবেশ বজায় রয়েছে তা এখন পর্যন্ত সন্তোষজনক। আমরা আশা করছি সরকার বা প্রশাসন এমন কোনো আচরণ করবে না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। ভোটাররা যদি শেষ পর্যন্ত সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন