Published On: বৃহস্পতি, ডিসে ২২, ২০১৬

যুথিকা দাসের “তালগোল”

Share This
Tags

ss

  • তালগোল
  •                       –যুথিকা দাস

নামটি আমার গোপাল চন্দর

মানুষটি নই মন্দ,

ছেলে বুড়ো সবার কাছে

ভাব ছিলো না মন্দ।

সবার আমি এক বয়সি ভাবি

মাথায় যতই পড়ুক টাক

টাক পড়েছে কি হলো তাতে

বাজাবি তোরা ঢাক!

মাথা আমার ঘামে ভেজা

গোঁফে মাখি তেল,

মাথা আমার শক্ত বেজায়

ফাটিযে খাবি বেল?

কানে শুধু শুনিই নাকো

দেখিও কিছু চোখে,

কথার সাথে হাই উঠে গো

ফুলকি ঝরে ঠোঁটে।

মাথা মোটা সবাই বলে

বুদ্ধি আমার কম,

মাথা মাথায় লড়াই হলে

ফুরায় না আর দম।

একটা কিন্তু ভেজাল আছে

বলবো নাকো ভাই,

পথে ঘাটে বলবেনা কেউ

টাকটি আমার নাই।

টাক হারানোর ব্যথায় আমার

ঘুম আসনো রাতে

যখন তখন দৌঁড়ে ছুটি

টাক গেলো কোন পথে।

নামটি আমার গোপাল চন্দর

কপাল আমার ফাটা

নুন মেলেনা পান্তা ভাতে

গিন্নি তুলে ঝাঁটা।

প্রকাশ তাং- ২২/১২/১৬

আপনার মন্তব্য লিখুন