Published On: বৃহস্পতি, ডিসে ২২, ২০১৬

হাফিজুর রহমানের অভাবের বৈরী ভালোবাসা

Share This
Tags

hafijur

  • অভাবের বৈরী ভালোবাসা
                                            -হাফিজুর রহমান

নীরবে এসে বলেছিলে চুপি-চুপি
ভলোবাসি, বড়ই ভালো লাগে তোমায়।
প্রাচুর্য জোয়ারে গড়িয়ে দেহ-মন
হরষে ভাসে প্রাণ, ভুলে দুঃসময়।
বিলাসিত বিত্তে গৌরবে উত্থান
ডানা মেলে ভালোবাসার কৃষ্ণচূড়া।
সতেজ যৌবনা চঞ্চলা যুবতী
হৃদয়ঙ্গমে কামনা বাসনা জুড়া।

সময়ের আবর্তে দুর্গম পথে আজ
ক্ষুধার রাজ্যের, আমি নিঃস্ব অধিপতি।
অভাবের বেত্রাঘাতে ক্ষত-বিক্ষত সব
ধেয়ে আসছে আঁধার, আধমরা বাতি।
ভালোবাসা, আর ভালোবাসে নাতো –
উচ্চস্বরে, ভৎর্সনা করে অচেনা ঠোঁটে।
স্বভাববিরুদ্ধ অভাবের কোল থেকে
নির্দ্বিধায় নীরবে সেতো, যায় ছুটে।।
২২/১২/২০১৬

আপনার মন্তব্য লিখুন