Published On: শুক্র, ডিসে ২৩, ২০১৬

আমি সবাইকে নিয়ে চলতে চাই:আইভী

Share This
Tags

ivy-rahman

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হয়েছেন। বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় আইভী বলেছেন,` জনগণের প্রতি আমার আস্থা ছিলো। নারায়ণগঞ্জের মানুষ সেই আস্থা ও বিশ্বাস রেখেছে। আমি এখন দলমত নির্বিশেষে সবার মেয়র। এ বিজয়ে যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে নিয়ে চলতে চাই।

তিনি বিজয়ের মাসে এই জয়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একাত্তরের মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছেন ।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বৃহস্পতিবার ভোট হয় নারায়ণগঞ্জে। বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানের প্রায় ৮০ হাজার ভোট বেশি পেয়ে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আইভী।

বৃহস্পতিবার রাতে ভোটের ফল প্রকাশে নৌকার পাল্লা ভারী হওয়ার সঙ্গে সঙ্গে নগরীর দেওভোগে আইভীর বাসায় কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে তার বাড়ির উঠান।

রাত ১০টা পর্যন্ত নিজের বাড়িতেই ছিলেন আইভী। ঘর থেকে বেরিয়ে হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি।

নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইভী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের জনগণের প্রতি যে আস্থা ও বিশ্বাসের সহিত এই নৌকা প্রতীক দিয়েছিল।

আপনার মন্তব্য লিখুন