Published On: শনি, ডিসে ২৪, ২০১৬

ইমতিয়াজুল ইসলাম আরিফের কবিতা – তুমি, আমি এবং আকাশ

Share This
Tags

img_20161218_103102

ভালোবাসার ৬ষ্ট পর্ব – তুমি, আমি এবং আকাশ

                                                           -ইমতিয়াজুল ইসলাম আরিফ

দূর করব সব ভয়,

হবে না ভালবাসা,

হৃদয়  হতে ক্ষয়,

ধরে দেখ এ হাত,

সকাল থেকে রাত,

চুপ-চাপ পরিপাটী,

মনে, মনে,

অনেকটা পথ হাটি।

 

উপড়ের দিকে তাকালাম,

আকাশ ভরা তারা,

কখন খোশে পরবে,

ধরবো, বসে আছে যারা,

আমরাও একটু আলাদা নই

আকাশ হলো দুজনের সই

আকাশের মনটা, অনেক বড়,

মেঘ চাইতেই বৃষ্টি ধর,

কখন কারও হৃদয়ে ঝড়,

ধুলো মাখা এই পৃথিবীতে পর।

 

তোমার কি কোন দুঃখ আছে?

তোমাকে নিয়ে তো অনেকে বাচে,

প্রেম কর?

কেউ কি তোমার পানে চেয়ে রয়?

কখনও কি ভালোবাসার কথা কয়?

কোন জনারে ভালোবাসো?

হৃদয় সমুদ্রে জলে ভাসো?

 

আমি তো দেখিনি তাহার রূপ,

জানি, হবে সে সুন্দর খুব,

তোমার মনটা যে খুব ভালো,

অন্ধকারেও জ্বেলে যাও আলো,

আজ উঠি তাহলে,

অনেকটা পথ হাঁটলাম,

বেশ ভালো  সময় কাটালাম,

ভালো থেক,

আজকের মত সময় শেষ,

এই ভালো, থেক এই বেশ।

 

আপনার মন্তব্য লিখুন