Published On: সোম, ডিসে ২৬, ২০১৬

ইমতিয়াজুল ইসলাম আরিফের কবিতা – ভালোবাসার ৩য় পর্ব

Share This
Tags

img_20161218_103102

ভালোবাসার ৩য় পর্ব

                              -ইমতিয়াজুল ইসলাম আরিফ 

তোমাকে আকড়ে ধরা,

হাজারো ব্যস্ত সময়ের ভীরে,

যদি একটু সময় হয়,

যদি অনেকটা সাহস সঞ্চার করে,

দূর করতে পার সব ভয়,

যদি হৃদয় থেকে,

ধ্যান, জ্ঞান সমস্ত কিছু থেকে,

ভালোবাসা একটুও না হয় ক্ষয়,

যদি নির্ধিদায়, নির্ভয়ে,

কোন কিছু না ভেবে,

আঁকড়ে ধরতে পার হস্ত দ্বয়,

হ্যাঁ, তবে চলে এসো,

তবে ভালোবেসো,

কাছে এসে হেঁসো,

নিঃশব্দে পাশে বসো।

 

আপনার মন্তব্য লিখুন