Published On: সোম, ডিসে ২৬, ২০১৬

মেক্সিকোয় বড়দিনের উৎসবে একই পরিবারের ৭ জনকে হত্যা

Share This
Tags

newsbdn

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুরেরোতে রোববার সশস্ত্র অপরাধী চক্র তিন পুলিশসহ সাত জনকে হত্যা করেছে। এ সময় ওই পরিবার বড়দিনের উৎসব পালন করছিল। পুলিশ বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছে।

পুয়েন্তে ডেল রেই গ্রামের একটি বাড়ির বাইরে বড়দিনের সকালে এই হত্যাযজ্ঞ চালানো হয়। বন্দুকধারীদের হামলায় ছয় পুরুষ ও এক নারী নিহত হয়। নিহতদের বয়স ২৪ বছর থেকে ৫৪ বছরের মধ্যে।

নিহতরা হচ্ছেন তিন ভাই, তাদের বাবা, চাচা এবং বাড়িতে আমন্ত্রিত এক পুরুষ ও এক নারী।

আপনার মন্তব্য লিখুন