Published On: মঙ্গল, জানু ১০, ২০১৭

ইমতিয়াজুল ইসলাম আরিফের কবিতা – ভালোবাসার আঁচল ২

Share This
Tags

img_20170105_100859

ভালোবাসার আঁচল ২

                       -ইমতিয়াজুল ইসলাম আরিফ

রঙধনুর ছয় রঙ দিলাম তোমায়,

অন্য রঙ তুমি,

মোর দুঃখ-ব্যথা, অভিমান সব,

নষ্ট কোরও চুমি,

জানি না কি আছে তোমার মাঝে,

সকাল-দুপুর বসে থাকি সাঁঝে,

হৃদয়ে প্রেমের খঞ্জন বাজে,

ভালোবাসা চায় মন,

মুখ থাকে ভরা লাজে,

তোমার মতই হাত ছানি দেয়,

আমার ছন্দ গুলো,

প্রেম নামের ঢুকল এ কি,

সব কিছু নিয়ে গেলো,

চাই হারাতে হাত বাড়াতে,

যদি ধর হাত খানি,

অগোছালো মোরে,

আরও অগোছালো কর,

মুছে দাও যন্ত্রণা গ্লানি,

কারও না কারও প্রেমে পড়ে,

আমার প্রতিটা দিন,

এখনও কেউ বাজায় নি,

ভালোবাসার শুভ বীণ,

তবে হ্যাঁ তুমি যদি থাক,

ভালোবাসা আঁক,

আঁকড়ে ধর মোরে,

সত্যি বলছি,

কখন ভাসবো না,

কারও ভালোবাসার ঘোরে।

আপনার মন্তব্য লিখুন