Published On: বৃহস্পতি, ফেব্রু ২, ২০১৭

ইমতিয়াজুল ইসলাম আরিফ এর কবিতা – বিপ্লবী রুমন ভাই এর গল্প

Share This
Tags

15319075_1813378138943221_3176737367762580140_n

বিপ্লবী রুমন ভাই

                    -ইমতিয়াজুল ইসলাম আরিফ

রুমন শব্দের অর্থটা আমার জানা নেই,

কখনও জিজ্ঞেস করতে মানা নেই,

শুধু জানি রুমন মানে একটা ভয়,

পুঁজিবাদী সমাজের বিরুদ্ধে কথা কয়,

দেখেছি অনেক পথ দীপ্ত স্লোগানে হাটা,

মুক্তির নেশায় দিন-রাত কাটা,

হাত মুষ্টি করে, জোড়াল কণ্ঠ রেখে,

মাথা উঁচু করে হেটে যাওয়া,

নতুন কোন বিজয়ের সন্ধান পাওয়া,

কোনো সময় নেই খাওয়া-দাওয়া,

শুধু চাই শুধু মুক্তির হাওয়া।

 

আমার মনে আছে,

একদিন এসেছিল কাছে,

হঠাৎ কঠিন সুরে শাসন,

সাথে আদর, জ্ঞানের ভাষণ,

অনেক হয়েছে পড়াশোনা,

হয়নি তবুও স্বার্থের স্বপ্ন বোনা,

দেখেছি মানুষের সুখ গোনা,

কখনও বা কারো দুঃখ শোনা।

 

মানুষের জন্য আনতে একটু ভাত,

তুলেছে কত মিছিলে হাত,

পুঁজিবাদের বিরুদ্ধে করছে লড়াই,

ছিলনা কখনও ভেদাভেদ বড়াই,

হয়নি আর দেখা,

নানা কথা মাখা,

খুলবো নতুন শাখা,

থাকবে সংগ্রামী রাখা।

 

ভালো লাগে গান যখন কু’মন,

ভালো থেকো ইমরান হাবীব রুমন,

ভালো থেকো…

আপনার মন্তব্য লিখুন